Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যাডমিন্টন খেলায় সংঘর্ষ, ছুরিকাঘাতে ২ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ জানুয়ারি ২০২৩ ০৯:৪৪ | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৪:০২

কক্সবাজার: কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনালসংলগ্ন পূর্ব লারপাড়ায় ব্যাডমিন্টন খেলার সময় দু’পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে ছুরিকাঘাতে দুই চাচাতো ভাই নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকাল পর্যন্ত এ ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন।

সোমবার  দিবাগত রাত ১১টার দিকে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- পূর্ব লারপাড়ায় এলাকার নুরুল হুদার ছেলে কায়সার হামিদ (২৭) এবং আব্দুল হামিদ প্রকাশ মনু ড্রাইভারের ছেলে সায়েদুল ইসলাম (৩২)।

কায়সার গ্রিন লাইন কাউন্টারের নিরাপত্তারক্ষী ও সায়েদুল পেশায় কাঠমিস্ত্রী। তারা সম্পর্কে চাচাতো ভাই। সংঘর্ষে মুফিজ (২৮) নামে আরেকজন আহত হয়েছেন। তিনিও একই এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, পূর্ব লারপাড়ার মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়ে স্থানীয় আতিক নামের এক ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয় কায়সার ও সায়েদুলের। খবর পেয়ে আতিকের ভাই জয়নাল ও কামাল বাসা থেকে দা-ছুরি নিয়ে এসে কায়সার এবং সাঈদুলকে ছুরিকাঘাত করে। এতে তারা গুরুতর আহত হন। এলাকাবাসী দুই জনকেই আহত অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. আশিকুর রহমান জানান, দুজনেরই শরীরের বিভিন্ন অংশে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। গুরুতর জখমে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. নাজমুল হুদা। তিনি জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই জন নিহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ব্যাডমিন্টন ব্যাডমিন্টন খেলা

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর