Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওতে ট্রাকের ধাক্কায় কলেজ শিক্ষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ২৩:৫০

মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে ড্রাম-ট্রাকের ধাক্কায় আব্বাস আলী পাটোয়ারী নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছে।

সোমবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় এক্সপ্রেসওয়ে ঢাকামুখী সার্ভিস সড়কে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলার নিমতলায় একটি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। নিহত আব্বাস শ্রীনগরের খাহ্রা এলাকার আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কলেজ শেষ করে সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বাড়িতে ফেরার উদ্দেশে ঢাকা অভিমুখে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকার সার্ভিস সড়কে গিয়েছিলেন আব্বাস আলী। এ সময় একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে সড়কের পাশে একটি খুঁটিতে ধাক্কা লাগে তার। পরে পথচারী ও স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় দ্রুত সিরাজদিখানের নিমতলা বাজারের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হাসাড়া হাইওয়ে থানার ইনচার্জ শামীম জানান, নিমতলার একটি হাসপাতাল থেকে খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ঘাতক গাড়িটি শনাক্ত করা যায়নি, তবে চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, শিক্ষক্ষকের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে খাহ্রা আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক -শিক্ষার্থীদের মাঝে। ঘাতক ট্রাকটিকে দ্রুত আটকের দাবি জানিয়েছে স্বজনরা।

সারাবাংলা/পিটিএম

কলেজ শিক্ষক নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর