Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না’

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ২১:৩৪

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সংবিধান অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে কেউ যদি না আসেন তাহলে তারা নিজেরাই গৃহবন্দি থাকতে বাধ্য হবেন। বিদেশি প্রেসক্রিপশনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে নগরীর নিউমার্কেটের দারুল ফজল মার্কেট চত্বরে বিএনপি-জামাতের অরাজকতা সৃষ্টির প্রতিবাদে নগর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি-জামাতের মধ্যযুগীয় বর্বরতাকে প্রতিহত করা হবে জানিয়ে আ জ ম নাছির বলেন, ‘দলের কর্মসূচি পালন করতে গিয়ে কেউ যদি জানমালের ক্ষতি করেন তাহলে আমরা জানমাল রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম, আছি ও থাকব। অতীতে আমরা জামাত-বিএনপির আগুন সন্ত্রাসে মানুষকে পুড়িয়ে হত্যা করতে দেখেছি। এমনকি থানা, সরকারি অফিস-আদালতেও আগুন দিয়ে সম্পদ হানি করতে দেখেছি। কিন্তু জনগণ তা সহ্য করেনি। জনগণকে সঙ্গে নিয়েই আমরা সেই মধ্যযুগীয় বর্বরতাকে প্রতিহত করেছি, সামনেও করা হবে।’

তত্ত্বাবধায়ক সরকার যারা চাই তারা সংবিধান মানে না উল্লেখ করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পদ্ধতিকে আদালত প্রত্যাখান করেছে। তাই যারা তত্ত্বাবধায়ক সরকার চান। তারা আদালত মানেন না, সংবিধান মানেন না। আমরা সংবিধান ও গণতন্ত্র রক্ষায় একটি গ্রহণযোগ্য নির্বাচনে বিশ্বাসী। জনগণের প্রত্যাশা ও প্রত্যয় অনুযায়ীই দ্বাদশ সংসদ নির্বাচন হবে।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেন, ‘বর্তমান সরকারকে অবৈধভাবে উৎখাতের জন্য যে চক্রান্তের জাল বোনা হয়েছে তাতে স্পষ্ট যে, ৭১ এর পরাজিত শক্তির বংশধররা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়। ইতিহাস বলে আওয়ামী লীগ কখনো কোনো আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়নি। আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করেছে প্রাসাদ ষড়যন্ত্রের নীলনকশার মাধ্যমে স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তি।’

বিজ্ঞাপন

মাহতাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি নঈম উদ্দীন চৌধুরী, খোরশেদ আলম সুজন, উপদেষ্টামণ্ডলীর সদস্য সফর আলী, শেখ মাহমুদ ইছহাক, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দফতর সম্পাদক সৈয়দ হাসান মাহমুদ শমসের, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ।

সারাবাংলা/আইসি/পিটিএম

আ জ ম নাছির উদ্দীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর