জাতীয় সংসদের ৫টি স্থায়ী কমিটি পুনর্গঠন
১৬ জানুয়ারি ২০২৩ ১৯:৪৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১৯:৪৯
ঢাকা: জাতীয় সংসদের ৫টি স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতেই প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটিসহ ৫টি কমিটি পুনর্গঠনের প্রস্তাব করেন। পরে সংসদ তা গ্রহণ করে।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে পুনর্গঠিত বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এই কমিটির সদস্যরা হলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, বিরোধীদলের নেতা বেগম রওশন এরশাদ, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, আইনমন্ত্রী আনিসুল হক ও সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
এছাড়া পুনর্গঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে মো. মোসলেম উদ্দিন ও দীপঙ্কর তালুকদারকে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
পাশাপাশি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোস্তফিজুর রহমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এ কে এম রহমতুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়।
সারাবাংলা/এএইচএইচ/এমও