Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ কেজি ১৬৪ গ্রাম সোনাসহ ভারত সীমান্তে একজন আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ১৯:৪০ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ২০:০৩

চুয়াডাঙ্গা: ভারত সীমান্ত থেকে ১ কেজি ১৬৪ গ্রাম ওজনের ১০টি অবৈধ সোনার বারসহ একজনকে আটক করেছে বিজিবি।

সোমবার (১৬ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বারাদী সীমান্তের নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে রিমন হোসেনকে (২৭) আটক করা হয়। তিনি ওই গ্রামের মতিয়ার রহমানের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শাহ মো. ইশতিয়াক জানান, সীমান্ত দিয়ে ভারতে সোনার চালান পাচার হবে, এমন তথ্য পেয়ে নাস্তিপুর গ্রামের সড়কে অবস্থান নিয়ে বিজিবির বারাদী বিওপির টহল দল। এ সময় সন্দেহভাজন রিমন হোসেনকে দাঁড় করাতে গেলে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। ধাওয়া করে আটকের পর তল্লাশি করে তার ব্যবহৃত জুতোর ভেতর থেকে টেপ মোড়ানো অবস্থায় ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা ১০টি সোনার বারের ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৭০ লাখ টাকা। এ ব্যাপারে আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা ও জব্দ করা অবৈধ সোনার বারগুলো ট্রেজারিতে জমা করা হবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

সারাবাংলা/এমও

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ভারত সীমান্ত সোনা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর