Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিপূর্ণ আন্দোলনেই সরকারকে বিদায় করব: মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৬ জানুয়ারি ২০২৩ ১৯:০৭ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ২০:১৬

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা এ পর্যন্ত শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছি। আগামী দিনে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে বিদায় করব।’

সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায় ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এ বিক্ষোভ সমাবেশ ও মিছিল আয়োজন করে।

খন্দকার মোশাররফ হোসেন আরও বলেন, ‘সারাদেশে বিএনপির হাজার হাজার নেতাকর্মী কারাবন্দী রয়েছে। তাদেরকে মুক্ত করতে হবে। এই সরকারকে বিদায় করে আমরা তাদেরকে মুক্ত করতে চাই।

তিনি বলেন, ‘এই সরকার মেগা প্রজেক্ট করে মেগা দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। আপনারা দেখেছেন বাংলাদেশ ব্যাংক প্রকাশ করতে বাধ্য হয়েছে গত দশ বছরে প্রায় দশ লক্ষ কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়েছে। আমরা মনে করি আন্ডার ইনভয়েস-ওভার ইনভয়েস করে এই টাকা আওয়ামী লীগ সিন্ডিকেটের ব্যবসায়ীরা বিদেশে পাচার করে দিয়েছে।’

খন্দকার মোশাররফ বলেন, ‘ব্যাংকে ভোক্তা পর্যায়ে সুদের হার বৃদ্ধি করে তারা (সরকার) আইএমএফকে খুশি করতে চায়। কিন্তু আইএমএফ বলেছে তারা খুশি নয়। তারা আরও সংস্কার দেখতে চায়। তার অর্থ হচ্ছে আজকে আইএমএফ বুঝতে পেরেছে যে, বাংলাদেশের টাকা বিদেশে চলে গেছে। যার জন্য আজকে ডলারের সংকট, ব্যাংকগুলোতে তারল্যের সংকট। সরকার কোনো রকমে আর ধামাচাপা দিতে পারছে না।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘সরকার কোনো নিয়ম কানুনের তোয়াক্কা না করে, বিদ্যুতের কমিশনকে তোয়াক্কা না করে দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি করেছে। বিএনপির সরকারের সময় বিদ্যুৎতের ইউনিট ছিল ২ টাকা ৬০ পয়সা, আর এখন ১১ টাকা দিতে হয় এক ইউনিটে।’

বিএনপির জ্যেষ্ঠ এই নেতা আরও বলেন,  ‘আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, যুক্তরাষ্ট্রে আজ সরকারের লোকের পাচার করা টাকায় বাড়ি পাওয়া যাচ্ছে। আজ রিজার্ভ সংকট, ব্যাংকে তারল্য সংকট। আজকে বাংলাদেশে ধনী গরিবের ব্যবধান পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আজকে দেশের মধ্যবিত্ত শ্রেণি গরিব হয়ে গেছে।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘একদিকে জিনিসপত্রের দাম লাগামহীন। প্রশাসন আর সরকার যৌথভাবে লুটপাট করছে। অন্যদিকে বিরোধী দলকে লাগামহীনভাবে দমনের পাঁয়তারা করে যাচ্ছে সরকার। এই সরকার অত্যাচারী, ফ্যাসিস্ট। তাদের সময় আর বেশিদিন নাই। কেউ রক্ষা পাবে না।’

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘৭২ এর সংবিধানের কথা বলেন? আপনারা কী কারণে বাকশাল করেছিলেন, বলতে কি পারবেন? আমাদের সাফ কথা, মহান মুক্তিযুদ্ধে গিয়েছিলাম জিয়াউর রহমান ডাকে। অনেকে শহিদ হয়েছেন। আমরা বেঁচে আছি এই দেশ দেখার জন্য? বোনাস পেয়েছিলাম ৬০ বছর, হয়তো আর কয়েকদিন বাঁচব। না হয় বাঁচলাম না। মুক্তিযুদ্ধের মতো আবার যুদ্ধ করে গণতন্ত্র পুনরুদ্ধার জন্য জ্জীবন দিলাম।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এ সরকার টাকা পাচার করে মালয়শিয়াসহ অন্য দেশে বাড়ি করেছে। আর বাংলাদেশের মানুষ কষ্ট করবে তা হতে পারে না। এটা হতে দেওয়া যায় না। এই সরকার যা করছে, তা অগণতান্ত্রিক। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠাকারী দল। বিএনপি আবার গণতন্ত্রকে উদ্ধার করবে।’

বিজ্ঞাপন

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে, সদস্য সচিব আমিনুল হক ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চলনায় সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সারাবাংলা/এজেড/একে

আওয়ামী লীগ টপ নিউজ ডক্টর মোশাররফ বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর