প্রার্থিতা ফিরে পেতে হিরো আলমের রিট
১৬ জানুয়ারি ২০২৩ ১৩:১২ | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ১৬:০৭
ঢাকা: বগুড়া-৪ ও বগুড়া-৬ সংসদীয় আসনের উপনির্বাচনে অংশ গ্রহণের সুযোগ চেয়ে হাইকোর্টে পৃথক দুটি রিট দায়ের করেছেন হিরো আলম। রিটে হিরো আলমের প্রার্থিত ফিরে পাওয়ার আর্জি জানানো হয়েছে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশনের সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চারজনকে রিটে বিবাদী করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিরো আলমের আইনজীবী ইয়ারুল ইসলাম রিট দুটি দায়ের করেন।
এর আগে হাইকোর্টের সংশ্লিষ্ট একটি দ্বৈত বেঞ্চ থেকে এ রিটের বিষয়ে অনুমতি নেওয়া হয়।
হিরো আলমের আইনজীবী ইয়ারুল ইসলাম রিট দায়েরের বিষয়টি সারাবাংলাকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় হিরো আলমের পক্ষে পৃথক দুটি রিট আবেদন করা হয়েছে। আগামীকাল (১৭ জানুয়ারি) বিচারপতি মো.খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হতে পারে।
১২ জানুয়ারি দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) থেকে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রাখা হয়।
এর আগে গত ১২ জানুয়ারি নির্বাচন কমিশনে হিরো আলমের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনে হাজির হয়ে হিরো আলম শুনানিতে অংশ নেন।
বগুড়া-৪ ও বগুড়া-৬ আসনের বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করায় ওই দুটি আসনে আগামী ১ ফেব্রুয়ারি ভোট গ্রহণের জন্য তফসিল ঘোষণা করেছে ইসি। এই দুই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন হিরো আলম। গত ৮ জানুয়ারি ১ শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর গরমিলের কারণ দেখিয়ে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করেন উপনির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলাম।
এরপর তিনি মনোনয়ন গ্রহণ ও বাতিল সংক্রান্ত বিষয়ে গত ১০ জানুয়ারি আপিল করেন প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে। সেই আপিলের ওপর গত ১২ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হয়। এরপর তা খারিজ করেন নির্বাচন কমিশন।
আপিল খারিজ হওয়ার পর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টের পৃথক দুটি রিট আবেদন করলেন হিরো আলম।
সারাবাংলা/কেআইএফ/এনইউ