‘জ্বালানি পণ্য বেসরকারিখাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করুন’
১৫ জানুয়ারি ২০২৩ ২১:১০ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ২১:২০
ঢাকা: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ ডিজেল-পেট্রোলসহ জ্বালানি তেল আমদানি বেসরকারিখাতে ছেড়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
রোববার (১৫ জানুয়ারি) এক বিবৃতিতে এ কথা বলেন।
বিবৃতিতে ফিরোজ বলেন, ‘জ্বালানির মতো গুরুত্বপূর্ণ নিত্যপণ্য ব্যক্তি মালিকদের মুনাফার স্বার্থে বেসরকারিখাতে আমদানি করতে দেওয়ার সিদ্ধান্ত দেশ ও জাতীর জন্য আত্মঘাতী হবে।’
তিনি বলেন, ‘বিদ্যুৎ বেসরকারিখাতে রেন্টাল-কুইক রেন্টাল দেওয়ার কুফল এরইমধ্যে দেশবাসী প্রত্যক্ষ করছে। তা ছাড়া ভোজ্য তেল, চিনি, চাল, পিয়াজ, টিসিবি’র মাধ্যমে সরকারি উদ্যোগে আমদানি না করে বেসরকারি মালিকানায় আমদানি করতে দেওয়ায় বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনজীবনে দুর্ভোগ নামিয়ে এনেছে।’
ফলে বেসরকারি মালিকানায় জ্বালানি তেল আমদানি করতে দিয়ে বিদ্যুৎ, কৃষি সেচ, পরিবহনের মতো গুরুত্বপূর্ণখাতকে মুনাফাখোরদের কাছে জিম্মি হতে না দেওয়ার জন্য ওই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য তিনি সরকারের প্রতি দাবি জানান।
বিবৃতিতে ফিরোজ বিপিসিকে অধিক সালফারযুক্ত জ্বালানি তেল আমদানির অনুমতি দেওয়ার সরকারি সিদ্ধান্তেও গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এমনিতেই সরকারের অপরিকল্পিত উন্নয়ন এবং দখল দূষণে পরিবেশের বিপর্যয় ঘটে চলেছে। তার ওপর অধিক মাত্রার সালফারযুক্ত তেল আমদানি করলে পরিবেশকে অতিমাত্রায় দূষিত করবে। যা জলবায়ু পরিবর্তনের অতি ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য খুবই মারাত্মক হবে।’
তিনি অধিক সালফারযুক্ত তেল আমদানির সিদ্ধান্ত থেকেও সরে আসার জন্য সরকারের প্রতি দাবি জানান।
সারাবাংলা/এএইচএইচ/একে