সংসদীয় কমিটির সভাপতি থেকে বাদ গেলেন খন্দকার মোশাররফ
স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ২০:০৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ২২:১৯
১৫ জানুয়ারি ২০২৩ ২০:০৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ২২:১৯
ঢাকা: সংসদীয় কমিটির সভাপতি থেকে বাদ পড়লেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এর আগে তাকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের পদ হারাতে হয়েছে। এতদিন তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।
রোববার (১৫ জানুয়ারি) পদ থেকে সরিয়ে সরকার দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদকে এই পদে সভাপতি করা হয়েছে।
রোববার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে স্থায়ী কমিটির পুনর্গঠন করা হয়। একইসঙ্গে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মতিয়া চৌধুরীকে সংসদীয় উপনেতা হওয়ায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে।
সারাবাংলা/এএইচএইচ/একে