Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার রাজধানীর তিন স্পটে সমাবেশ ও মিছিল

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১৯:৫৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ২২:১৪

ঢাকা: সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্তি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং বিদ্যুতের মূল্য কমানোর দাবিতে সোমবার (১৫ জানুয়ারি) রাজধানীর তিনটি স্পটে সমাবেশ ও মিছিল করবে বিএনপি এবং তাদের মিত্ররা।

এদিন দুপুর ২টায় নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে সমাবেশ করবে দলটি। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করবে তারা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনসহ বিএনপির এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

বিজ্ঞাপন

একই দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল করবে ‘গণতন্ত্র মঞ্চ’। দুপুর ২টায় পান্থপথ এফডিসিসংলগ্ন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল করবে কর্নেল (অব.) ড. অলি আহমেদ নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।

দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল করবে ‘জাতীয়তাবাদী সমমনা জোট’। একইস্থানে সকাল সাড়ে ১০টায় মিছিল ও সমাবেশ করবে ‘গণতান্ত্রিক বাম ঐক্য’।

সারাবাংলা/এজেড/একে

টপ নিউজ মিছিল রাজধানী সমাবেশ সরকারের পদত্যাগ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর