Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর পক্ষে শীতবস্ত্র বিতরণ করলেন বিপ্লব বড়ুয়া

সিনিয়র করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১৯:৩২

ঢাকা: রাজধানীতে শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেছে আওয়ামী লীগ। রোববার (১৫ জানুয়ারি) সকালে ঢাকার মালিবাগ এলাকার আবুজর গিফারি কলেজ মাঠে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ও শিশুদের হাতে কম্বলসহ শীতের নানা ধরনের কাপড় তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

দুঃস্থদের হাতে প্রধানমন্ত্রীর উপহার শীতবস্ত্র বিতরণের পূর্বে বিপ্লব বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাজীবন এ দেশের মানুষের জন্য কাজ করে গেছে। প্রধানমন্ত্রী বলেছেন, একজন মানুষ না খেয়ে থাকবে না, ঘরবাড়ি ছাড়া থাকবে না, একজন মানুষও শীতে বস্ত্রহীন থাকবে না। শেখ হাসিনা মানুষে ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। তার ক্ষুদ্র উপহার আপনারা নেবেন।

শীতবস্ত্র বিতরণকালে ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ১২ নং ওয়ার্ড কাউন্সিলর মামুন রশিদ শুভ্রসহ স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনআর/একে

প্রধানমন্ত্রী শীতবস্ত্র বিতরণ শেখ হাসিনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর