Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশে পাটকল ২৬৮, চালু ১৭৮টি: বস্ত্র ও পাটমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১৮:৩৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ২১:০৩

ঢাকা: বর্তমানে দেশে মোট পাটকলের সংখ্যা ২৬৮টি, যার মধ্যে সরকারি পাটকল ৩১টি (বিজেএমসির নিয়ন্ত্রণে) এবং বেসরকারি পাটকল ২৩৭টি। এসব পাটকলের মধ্যে বর্তমানে ১৭৮টি চালু রয়েছে বলে সংসদে জানিয়েছেন  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

রোববার (১৫ জানুয়ারি) জাতীয় সংসদে এমপি সৈয়দা রুবিনা আক্তারের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

মন্ত্রী জানান, ২০২০ সালের ১ জুলাই বন্ধ ঘোষিত ২৫টি এবং টেকব্যাক করা ৬টি পাটকলসহ সরকারি পাটকলের সংখ্যা ৩১টি। যার মধ্যে সরকারি মালিকানায় বেসরকারি ব্যবস্থাপনায় ইজারার মাধ্যমে ৩টি পাটকলে উৎপাদন চলছে। অপরদিকে বেসরকারি মালিকানায় চালু রয়েছে ১৭৫টি। সব মিলিয়ে বর্তমানে ১৭৮টি পাটকল চালু রয়েছে।

তিনি জানান, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিজেএমসির নিয়ন্ত্রণাধীন বন্ধ ঘোষিত ২৫টি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ছয়টি লিজ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, বাকিগুলো লিজে চালু করা প্রক্রিয়াধীন।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি সিদ্ধান্তে জামদানি ভিলেজ স্থাপন এবং ঢাকাই মসলিন হাউজ-প্রকল্প দুটির জন্য ১টি মিল (জুটো ফাইবার গ্লাস ইন্ডাস্ট্রিজ লি.) বাংলাদেশ তাঁত বোর্ডের অনুকূলে হস্তান্তর করা হয়েছে।

সারাবাংলা/এএইচএইচ/একে

গোলাম দস্তগীর গাজী পাটকল বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

‘মানুষ অবদান মনে রাখে না’
২২ জানুয়ারি ২০২৫ ১৬:২৬

আরো

সম্পর্কিত খবর