গুলশানে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গোলাগুলি, আটক ২
১৫ জানুয়ারি ২০২৩ ১৭:৫৭
ঢাকা: আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে বনিবনা না হওয়ায় রাজধানীর গুলশান-১ নম্বরে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
রোববার (১৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গুলশান বিভাগের উপ-কমিশনার (তিসি) মো. আ. আহাদ।
তিনি জানান, বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স ক্যাফের সামনে গোলাগুলির ঘটনা ঘটে। একজন আরেকজনকে গুলি করেছেন। একজনের ফাঁকা গুলি আর অন্যজনের পায়ে গুলি লেগেছে। এ ঘটনায় জড়িত দুজনকে আটক করা হয়েছে। তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা যাচাই-বাছাই করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, টাকা পয়সার লেনদেনকে কেন্দ্র করে গোলাগুলির সূত্রপাত। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান উপ-কমিশনার আ. আহাদ।
গুলিতে আহত ব্যক্তির নাম আমিনুল। আর যিনি গুলি করেছেন তার নাম অহিদুল। পুলিশ দুজনকেই আটক করেছে। আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সারাবাংলা/ইউজে/একে