Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে দুর্নীতিবাজরা লাভবান: টুকু

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১৭:৩৭ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:৫৮

ঢাকা: বিদ্যুতের মূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠলেও দুর্নীতিবাজরা লাভবান হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে আসাদ গেটে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘দফায় দফায় বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার গণবিরোধী অবস্থান নিয়েছে। বিএনপির আমলে প্রিপেইড মিটারে ১০০ টাকা রিচার্জ করলে ১১০ টাকার বিদ্যুৎ দেওয়া হতো আর এখন ১০০ টাকা রিচার্জ করলে ৭০ টাকার বিদ্যুৎ দেওয়া হয়। প্রিপেইড মিটার ও কুইক রেন্টালের নামে জনগণের পকেট থেকে টাকা নিয়ে ভোগান্তির সৃষ্টি করেছে।’

তিনি বলেন, ‘বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত জনগণের ওপর কুঠারাঘাত। সরকার দূর্নীতি ও লুটপাট বন্ধ না করে দ্রব্যমূল্য বাড়িয়ে জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এ থেকে মুক্তি পেতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই এক নায়ক সরকারের পতন ঘটাতে হবে।’

সারাবাংলা/এজেড/ইআ

ইকবাল হাসান মাহমুদ টুকু টপ নিউজ বিদ্যুতের দাম বৃদ্ধি

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর