Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা ফখরুলের সঙ্গে গণতান্ত্রিক বাম ঐক্য’র নেতাদের সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১৬:৫১ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৭:০০

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয়। দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি, চলমান আন্দোলন নিয়ে বিএনপির মহাসচিবের সঙ্গে মতবিনিময় করেন গণতান্ত্রিক বাম ঐক্য’র নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন দেশের সাম্যবাদী দলের (এম. এল) সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম, সোস্যাল ডেমোক্রেটিক পার্টির (এস.ডি.পি) আহবায়ক আবুল কালাম আজাদ, প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পি.ডি.পি) মহাসচিব হারুন আল রশীদ খান, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

সারাবাংলা/এজেড/ইআ

গণতান্ত্রিক বাম ঐক্য টপ নিউজ মির্জা ফখরুল ইসলাম আলগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর