Sunday 30 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্রাবাস থেকে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১৪:৪৫ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৪:৪৮

রংপুর: রংপুরের মিঠাপুকুরে একটি ছাত্রাবাস থেকে রিয়াদ বাবু ওরফে রুম্মান নামে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ জানুয়ারি) দুপুরে মিঠাপুকুর শহরের রাঙ্গা ছাত্রাবাস থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

রিয়াদ বাবু ওরফে রুম্মান উপজেলার ১২ নম্বর মিলনপুর ইউনিয়নের শাহাবুল মিয়ার ছেলে। রুম্মান মিঠাপুকুর কলেজের দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী ছিলেন।

সহকারী পুলিশ সুপার (ডি সার্কেল) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিঠাপুকুরের রাঙ্গা ছাত্রাবাসে থেকে লেখাপড়া করতেন রুম্মান। তার পড়ার টেবিলে ঘুমের ওষুধ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে গলায় ফাঁস দিয়ে রুম্মান আত্মহত্যা করেছেন। তবে কি কারণে আত্মহত্যা করেছেন সেটা পরিবারের সদস্যদের সঙ্গে কথা জানা যাবে। রুম্মানের মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, রুম্মানের একজন রুমমেট আছেন তিনি একজন দোকানদার। তবে ঘটনার দিন তিনি ছিলেন না ছাত্রাবাসে।

সারাবাংলা/ইআ

কলেজছাত্রের মরদেহ উদ্ধার