Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইএমএফের শর্ত মেনে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ঘোষণা আজ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৩ ১১:৫৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১৫:৩২

ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত মেনে এখন থেকে প্রতি অর্থবছরে দু’টি মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক। এরই পরিপ্রেক্ষিতে আজ (১৫ জানুয়ারি) রোববার দুপুরে চলতি ২০২২-২৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

নতুন এই মুদ্রানীতিতে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে রেখে জীবনযাত্রার ব্যয় কমিয়ে আনা এবং কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি (অর্থনৈতিক) অর্জনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

জানা গেছে, দেশের অর্থনীতিতে চাপ সামাল দিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের প্রথম কিস্তির টাকা যাতে আগামী ফেব্রুয়ারি মাসে পাওয়া যায়, তা নিশ্চিত করতে এখন থেকে আবারও প্রতি অর্থ বছরে দু’টি মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক। ফলে ২০১৯ সাল থেকে বছরে একটি মুদ্রানীতি ঘোষণার অবস্থান থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক।

জানা গেছে, ২০০৬ সাল থেকে বছরে দুইবার মুদ্রানীতি ঘোষণা করা হলেও ২০১৯ সাল থেকে সাবেক গভর্নর ফজলে কবির বছরে একবার মুদ্রানীতি প্রণয়নের ঘোষণা দেন। সেই অনুযায়ী, ২০১৯-২০ অর্থবছরের জন্য ওই বছরের ৩১ জুলাই একবারই মুদ্রানীতি ঘোষণা করেন। পরবর্তী ২০২০-২১ এবং ২০২১-২২ অর্থবছরেও একবার করে মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ গত বছরের জুলাই মাসে ২০২২-২৩ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা করা হয়েছিল। কিন্তু আইএমএফের শর্তে ৬ মাসের ব্যবধানে আজ আবারও নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে চার বছর পর এক অর্থবছরে (আর্থিক বছর, ১ জুলাই থেকে শুরু হয়ে শেষ হয় ৩০ জুন) দু’টি মুদ্রানীতি ঘোষণা করবে কেন্দ্রীয় ব্যাংক।

বিজ্ঞাপন

জানা গেছে, সাধারণত বাজারে নগদ টাকার জোগান কেমন হবে? কতটা ঋণ দেওয়া হবে উদ্যোক্তাদের? সরকারই বা কতটুকু টাকা ধার করতে পারবে ব্যাংকিং খাত থেকে! মুদ্রানীতির মাধ্যমে এমন সব লক্ষ্যই নির্ধারণ করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক আগে প্রতি ছয় মাসের আগাম মুদ্রানীতি ঘোষণা করলেও গত দুই অর্থবছর তা এক বছরের জন্য করা হয়। আর করোনার কারণে গত দুই বছর আনুষ্ঠানিকতা ছাড়া শুধু ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

তবে ২০২২-২৩ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি অনলাইনের পরিবর্তে সরাসরি ঘোষণা করেন বিদায়ী গভর্নর ফজলে কবির।

সারাবাংলা/জিএস/এমও

অর্থবছর আইএমএফের শর্ত মুদ্রানীতি ঘোষণা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর