Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ২২:৫৩ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৩ ১২:১০

জাহিদ মালেক, ছবি: সারাবাংলা

মানিকগঞ্জ: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আওয়ামী লীগকে কেউ হারাতে পারবে না। এই বাংলাদেশে কোনো দল নেই যে, আওয়ামী লীগকে হারাতে পারে, শুধু ক্ষতি করতে পারে। আর হারাতে পারলে সেটা আওয়ামী লীগের ব্যক্তিরাই পারবে। সারাদেশে যে উন্নয়ন হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ আওয়ামী লীগকে বেছে নেবেন।’

শনিবার (১৪ জানুয়ারি) রাতে মানিকগঞ্জ পূর্ব দাশড়া সিদ্দিক নগরে পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস।

বিজ্ঞাপন

জাহিদ মালেক আরও বলেন, ‘অগ্নি সন্ত্রাস গ্রেনেড হামলা আর পিছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় যায়। কিন্তু শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করে না। শেখ হাসিনা উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে। আগামীতে শেখ হাসিনা ক্ষমতায় না থাকলে দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশে আবারও পিছিয়ে যাবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির আমলে আমার কি পেয়েছি? আমরা দেখেছি ক্ষমতায় আসলেই খুন, রাহাজানি, গ্রেনেড হামলা, সিরিজ বোমা হামলা ও মানুষকে পুড়িয়ে মারা। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশে এসব হয় না, মানুষ শান্তিতে থাকে।’

মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের সঞ্চালনায় কর্মী সভায় আরও বক্তব্য দেন— জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, পৌর মেয়র রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কোরাইশী ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম প্রমুখ।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনএস

মানিকগঞ্জ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর