সমমনাদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক
১৪ জানুয়ারি ২০২৩ ১৯:৪৬
ঢাকা: জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘যুগপৎ আন্দোলনের মধ্য দিয়ে এই ‘একনায়ক’ সরকারের পতন ঘটাতে হবে। আমাদের জোটরাজনীতি বিলীন হয়ে যায়নি, বরং যুগপৎ আন্দোলনের মাধ্যমে সকল রাজনৈতিক দল ও জোট আরও সুদৃঢ় হয়েছে। চলমান আন্দোলনকে আরও বেগবান করতে সমমনা জোটসহ সকল রাজনৈতিক শক্তিকে এগিয়ে আসতে হবে।’
বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগ (ডিএল) সাইফুদ্দিন আহমেদ মণি, মো. আকবর হোসেন, পিপলস লীগের (পিএল) অ্যাডভোকেট গরিবে নেওয়াজ ও সৈয়দ মাহবুব হোসেন, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী ও দিলীপ কুমার দাস, বিকল্পধারা বাংলাদেশে অধ্যাপক ড. নুরুল আমিন ব্যাপারী ও অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, সাম্যবাদী দলের নূরুল ইসলাম, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী ও আবু সৈয়দ, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম ও গোলাম মোস্তফা আকন্দ এবং মাইনরিটি পার্টির চেয়ারম্যান সুকৃতি মণ্ডল।
সারাবাংলা/এজেড/এনএস