‘যুগপৎ আন্দোলনে সরকারের মাথা খারাপ হয়ে গেছে’
১৪ জানুয়ারি ২০২৩ ১৫:২৪ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১৯:৪৮
ঢাকা: বিএনপিসহ ৩৩ দলের যুগপৎ আন্দোলন দেখে সরকারের মাথা খারাপ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
শনিবার (১৪ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল এই মানববন্ধনের আয়োজন করে।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপিসহ ৩৩ দলের যুগপৎ আন্দোলন দেখে বর্তমান সরকারের মাথা খারাপ হয়ে গেছে। আওয়ামী লীগ এক সময় কেয়ারটেকার সরকারের দাবিতে আন্দোলনের নামে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছিল। তখন খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় ছিলেন। সে সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, তথাকথিত বামপন্থী রাজনৈতিক দলগুলো সংগঠিত হয়ে এমন কোনো অপকর্ম নেই, এমন কোনো নাশকতা নেই, যা তারা করেনি। এতে প্রমাণ হয়, তারা (আওয়ামী লীগ) যখন যেটা প্রয়োজন মনে করে ক্ষমতার জন্য, তখন সেটাই করে। তাদের রাজনীতি হচ্ছে ক্ষমতার রাজনীতি।’
ক্ষমতাসীন দলের উদ্দেশে তিনি বলেন, ‘আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে যেমনভাবে গণতন্ত্রের কথা বলে, এমনভাবে গণতন্ত্রের কথা আর কেউ বলে না। ক্ষমতায় যাওয়ার পরে পূর্বের সকল কথা ভুলে যায়। ফ্যাসিবাদী চরিত্র তারা ধারণ করে।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘২০০৮ সাল থেকে দীর্ঘ ১৪ বছর যে ক্ষমতার ঘটনা আমরা দেখতে পেরেছি এত নির্দয়, নির্মম, পৈশাচিক শাসন গত ৫২ বছরে বাংলাদেশের মানুষ দেখেনি। আমরা মনে করি, বাংলাদেশ সৃষ্টি হয়েছে গণতন্ত্রের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকারের জন্য। এ জন্য যুদ্ধ হয়েছে, মানুষ এক সাগর রক্ত দিয়েছে।’
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, ‘গণতন্ত্রের সঙ্গে যে যখন প্রতিযোগিতায় নেমেছে সে তখন পরাজিত হয়েছে। সে জন্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী দিনে খালেদা জিয়ার মুক্তি হবে, তারেক রহমান দেশে ফিরে আসবে, মামলা থেকে নেতাকর্মীরা মুক্ত হবেন, স্বাধীনতা পূর্ণ প্রতিষ্ঠা হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। জিয়ার সৈনিকরা অবশ্যই কামিয়াব হবে, গণতন্ত্রের আন্দোলন সফল হবে।’
মানবন্ধন কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন খান, ওমর ফারুকসহ ঢাকা উত্তর দক্ষিণ মৎস্যজীবী দলের নেতারা।
সারাবাংলা/এজেড/ইআ