Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেলওয়ের জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: রেলমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ১৪:৩৫

নারায়ণগঞ্জ: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ‘উন্নয়নের প্রয়োজনে রেলওয়ের নিজস্ব জায়গায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। এ নিয়ে কোনো দ্বিমত নেই। যে সমস্ত জায়গা উন্নয়নের জন্য ব্যবহার করতে পারছি না। কিন্তু রেলওয়ের দখলে আছে তা চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

শ‌নিবার (১৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জে ডাবল রেললাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে নগরের শেখ রাসেল পার্কে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

রেলমন্ত্রী বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইনের কাজের কারণে সড়কে যাতে যানজট সৃষ্টি হতে না হয়, সেজন্য বিভিন্ন সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা চলছে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকতাসহ অনেকে।

সারাবাংলা/এমও

অবৈধ স্থাপনা টপ নিউজ রেলওয়ের জায়গা রেলমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর