Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাগড়াছড়িতে রোববার আধবেলা সড়ক অবরোধের ডাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ১৪:১৫

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে আধবেলা (সকাল ৬টা থেকে দুপুর ১২টা) সড়ক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

শনিবার (১৪ জানুয়ারি) সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে খাগড়াছড়ি ইউনিটের সংগঠক অংগ্য মারমা এই অবরোধের ডাক দেন।

জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফর উপলক্ষে ‘রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে’ গতকাল (শুক্রবার) খাগড়াছড়ি জেলা সদরে আয়োজিত বিক্ষোভ সমাবেশে থেকে সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।

বিবৃতিতে অংগ্য মারমা আগামীকালের আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।

অবরোধ চলাকালে জরুরি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও শববাহী গাড়ি, জরুরি ওষুধ সরবরাহকারী ও সংবাদপত্র বহনকারী যান, সংবাদ সংগ্রহের কাজে ব্যবহৃত সাংবাদিকদের গাড়ি এই অবরোধের আওতামুক্ত থাকবে।

সারাবাংলা/এমও

ইউপিডিএফ খাগড়াছড়ি সড়ক অবরোধ

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর