Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে ২ যুবকের রহস্যজনক মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ১২:১৮ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১২:২৫

ঢাকা: রাজধানীতে পৃথক ঘটনায় মনোয়ার আদিব (২৮) ও বকুল মৃধা (২০) নামে দুই যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার (১৪ জানুয়ারি) রামপুরা ও খিলগাঁওয়ের দুই যুবকের অস্বাভাবিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া।

মৃত মনোয়ার আদিবের বাড়ি বরিশালের বাকেরগঞ্জ উপজেলায়। তার বাবার নাম জাকির হোসেন শিকদার। রামপুরা টিভি সেন্টারের পাশে একটি বাসায় পরিবারের সঙ্গে থাকতেন আদিব। ধানমণ্ডিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে সফ্টওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

নিহত বকুল মৃধা মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। খিলগাঁও মেরাদিয়া মধ্যপাড়া একটি বাড়ির নিচ তলায় সপরিবারে ভাড়া থাকতেন বকুল।

নিহত আদিবের বাবা জাকির হোসেন বলেন, ‘গত মাসে বিয়ে করে আদিব। কয়েকদিনের মধ্যে হানিমুনে যাওয়ার কথা ছিল তাদের। শুক্রবার রাতে স্ত্রীর সঙ্গে কোনো কারণে ঝগড়া হয় আদিবের। রাতেই অভিমান করে স্ত্রীকে রুম থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেয় আদিব। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে দেখি, ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে আদিব। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। সেখান থেকে পরে ঢাকা মেডিকেল নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মৃত বকুলের বড় ভাই টুটুল মৃধা বলেন, ‘শুক্রবার মায়ের সঙ্গে ঝগড়া করে রাতে রুমের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয় বকুল। খবর পেয়ে আমি বাসায় গিয়ে রুমের দরজা ভেঙে বকুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেল নিয়ে যাই। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, ‘শুক্রবার রাতে দুই জনকে মুমূর্ষু অবস্থায় ঢামেকে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পৃথক থানায় বিষয়টি জানানো হয়েছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

সারাবাংলা/এসএসআর/ইআ

টপ নিউজ রহস্যজনক মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর