ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ১২:০৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১৫:২৯
১৪ জানুয়ারি ২০২৩ ১২:০৭ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১৫:২৯
ঝিনাইদহ: ঝিনাইদহে আলাদা সড়ক দুর্ঘটনায় ৩ জন হয়েছে। শনিবার (১৪ জানুয়ারি) সকালে ঝিনাইদহ সদর উপজেলার কয়ারগাছি ও শৈলকূপা উপজেলার মুড়োতলায় এসব দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া মনোহরপুর গ্রাম থেকে মোটরসাইকেলে ঝিনাইদহ শহরে যাচ্ছিলো ওই গ্রামের শাকিল হোসেন ও রাকিব। পথে ঝিনাইদহ-যশোর মহাসড়কের সদর উপজেলার কয়ারগাছিতে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝায় ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই জন নিহত হন।
অপরদিকে, সকালে শৈলকূপা উপজেলার মুড়োতলায় ঢাকা থেকে আসা গোল্ডেন লাইন বাসের ধাক্কায় তুষার বিশ্বাস নামের মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সারাবাংলা/এমও