Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আলি রেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৪ জানুয়ারি ২০২৩ ১১:৫০ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২৩ ১৪:৪৮

যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী আলি রেজা আকবরীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আকবরী ইরানি-ব্রিটিশ নাগরিক ছিলেন।

ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যমে এই খবর জানানো হয়েছে।

খবরে বলা হয়, গত বুধবার রাতে আকবরীর পরিবারকে ‘শেষ দেখা’ করার জন্য কারাগারে ডাকা হয়েছিল। তার স্ত্রী জানান, শেষবার তিনি আলী রেজাকে নির্জন কারাবাসে দেখেছিলেন। খবর বিবিসি’র।

যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী আলি রেজা আকবরীর বিরুদ্ধে ২০১৯ সালে গ্রেফতার করা হয়েছিল। শুরু থেকেই যুক্তরাজ্য তার মুক্তির দাবি জানিয়ে আসছিল।

সারাবাংলা/এমও

আলি রেজা আকবরী ইরান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর