Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে ১৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদকবিক্রেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জানুয়ারি ২০২৩ ১০:২৯

নোয়াখালী: বেগমগঞ্জ উপজেলা থেকে ১৪০০ পিস ইয়াবাসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ এক লাখ ৭৪ হাজার ৫০০ নগদ টাকা জব্দ করা হয়। জব্দ করা ইয়াবার মূল্য চার লাখ ২০ হাজার টাকা।

গ্রেফতারকৃতরা হলো- বেগমগঞ্জের হাজীপুর গ্রামের মো. স্বপন (৩৮), পৌর উত্তর হাজীপুরের আনোয়ার হোসেন জুয়েল (২৬) এবং তালুয়া চাঁদপুর গ্রামের মো. জামাল উদ্দিন (৫২)।

শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে র‍্যাব-১১ এর সিপিসি-৩ নোয়াখালী কার্যালয়ের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, শুক্রবার সন্ধ্যার পর উপজেলার হাজীপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার হওয়া আসামিরা ফেনী-চট্টগ্রাম থেকে সড়কযোগে ইয়াবা সংগ্রহ করে খুচরা বিক্রি করতো। এই ঘটনায় বেগমগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সারাবাংলা/এমও

ইয়াবা মাদকবিক্রেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর