ট্রেনের ছাদ থেকে পড়ে প্রাণ গেল, হাত পড়ল কাটা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৩ ২৩:০৪
১৩ জানুয়ারি ২০২৩ ২৩:০৪
রংপুর: রংপুরের বদরগঞ্জে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় ওই যুবকের বাম হাত ট্রেনের চাকায় কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টায় বদরগঞ্জ স্টেশনের ১৩ নম্বর রেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রংপুর বি সার্কেল (তারাগঞ্জ-বদরগঞ্জ) এ এসপি আবু আশরাফ সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠেন ওই যুবক। বদরগঞ্জ স্টেশনের পার হয়ে ১৩ নম্বর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ছাদ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। এ সময় তার বাম হাত ট্রেনের চাকায় কেটে বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি জানান, দুর্ঘটনায় নিহত ওই যুবকের নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে।
সারাবাংলা/একে