Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘২৭৭ এমপিই লুটেরা-ঋণখেলাপি’

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৩ ২২:৪০ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ২২:৪২

চট্টগ্রাম ব্যুরো: জাতীয় সংসদের ২৭৭ জন সদস্যই ‘চোর, বাটপার, লুটেরা, ঋণখেলাপি’ বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় সদস্য মৃণাল চৌধুরী।

শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে নগরীর সিনেমা প্যালেস মোড়ে সিপিবির কেন্দ্রঘোষিত ‘দাবি দিবসের’ অংশ হিসেবে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

বর্তমান এমপিরা কী ভালো মানুষ— এ প্রশ্ন তুলে বর্ষীয়ান শ্রমিক নেতা মৃণাল চৌধুরী বলেন, ‘কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন- রাজনীতিতে ভালো মানুষ নেই, ভালো মানুষদের রাজনীতিতে ফিরিয়ে আনতে হবে। তিনি কীভাবে ভালো মানুষদের ফিরিয়ে আনবেন? ২০১৪ সালের নির্বাচনে ওবায়দুল কাদের সাহেবরা ১৫৪ আসনে বিনা প্রতিদ্বন্দিতায় জয়লাভ করেছিলেন। এখন যে সংসদ আছে, সেই সংসদের ৩০০ জনের মধ্যে ২৭৭ জনই চোর, বাটপার, লুটেরা, ঋণখেলাপি। তারা কী ভালো মানুষ? এদের বাদ দিতে পারবে? ভালো মানুষের ব্যবস্থা কায়েম করতে হলে তো সংসদই ভেঙে দিতে হবে।’

আওয়ামী লীগ-বিএনপি একই নৌকার মাঝি উল্লেখ করে জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘মুক্তিযুদ্ধে যে স্বপ্ন নিয়ে এদেশের কৃষক, শ্রমিক, ছাত্ররা বুকের রক্ত দিয়েছে সেই স্বপ্নসাধ এখনও বাস্তবায়িত হয়নি। আমরা সেই স্বপ্নের বাংলাদেশ চাই। পাকিস্তান মার্কা বাংলাদেশ আমরা চাই না। পাকিস্তানে ছিল বাইশ পরিবার আর এখন স্বাধীন বাংলাদেশে হাজার হাজার পরিবার জনগণের টাকা লুটপাট করে, ব্যাংকের টাকা পাচার করে। এখন যারা ক্ষমতায় আছে তারা এদেরকে লালন-পালন করছে। আগে যারা ক্ষমতায় ছিল তারাও একই কাজ করেছে। আওয়ামী লীগের আমল দেখেছি, বিএনপির আমল দেখেছি, এরশাদের আমলও দেখেছি। সবাই একই নৌকার মাঝি। এদের আর আমরা চাই না।’

বিজ্ঞাপন

জেলা সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আর একবছর বাকি আছে। নির্বাচন নিয়ে নানা দল নানা খেলায় লিপ্ত। গত তিন দশকে দেশে যত নির্বাচন হয়েছে, সবগুলোতেই ভোটকেন্দ্র দখল করে ভয়ভীতি দেখিয়ে ভোট নেওয়া হয়েছে। গত পনের বছর ধরে আমরা ভোটের অধিকারের জন্য আন্দোলন করে যাচ্ছি। আমরা নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই। আমরা সংখ্যানুপাতিক হারে নির্বাচন চাই। যেসব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে, যে দল যত শতাংশ ভোট পাবে সেটির ওপর ভিত্তি করে আসন বণ্টন হবে।’

জেলা সিপিবির সহকারী সাধারণ সম্পাদক নুরুচ্ছাফা ভূঁইয়ার সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিবি নেতা জামাল উদ্দীন, কোতোয়ালী থানার সভাপতি প্রদীপ ভট্টাচার্য এবং জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমরান চৌধুরী।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল সিনেমা প্যালেস থেকে নিউমার্কেটে গিয়ে শেষ হয়।

সারাবাংলা/আইসি/একে

এমপি কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম সিপিবি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর