Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইভেটকারে নারীকে টেনেহিঁচড়ে নেওয়া ঢাবির সেই শিক্ষক মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৩ ১৬:৪৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১৯:২৫

ঢাকা: প্রাইভেটকারে চাপা দেওয়ার পর রুবিনা আক্তার নামে এক নারীকে ঢাবির চারুকলা এলাকা থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত টেনে হিচড়ে নিয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষক আজহার ওরফে জাফর শাহ (৫৬) মারা গেছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মো. আল আমিন জানান, কারাগারে হাজতি হিসেবে বন্দি ছিলেন তিনি। সেখানে অসুস্থ্ হয়ে পড়লে কারা চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাফর শাহ’র বাবার নাম মাইনুদ্দিন জাহাঙ্গীর শাহ। আসামির  হাজতি নম্বর- ১১৭/২৩।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, কেন্দ্রীয় কারগার থেকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ওই সাবেক শিক্ষককে হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জাফর শাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক ছিলেন। ২০০৭-২০০৮ সালের দিকে নৈতিক স্খলনের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।

গত ২ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রুবিনা আক্তার নামে এক নারীকে প্রাইভেটকার চাপা দিয়ে টেনেহিঁচড়ে এক কিলোমিটারের বেশি এলাকায় নিয়ে যান ঢাবির সাবেক শিক্ষক আজহার ওরফে জাফর শাহ। এ ঘটনায় রুবিনা আক্তারের মৃত্যু হয়। এর পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গণধোলাইয়ের শিকার হন ঢাবির সাবেক ওই শিক্ষক। পরে পুলিশ তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিজ্ঞাপন

নিহত রুবিনার পরিবার মামলা করলে হাসপাতাল থেকে জাফর শাহকে গ্রেফতার দেখায় শাহবাগ থানা পুলিশ। চিকিৎসা শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

 

সারাবাংলা/এসএসআর/একে

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢা‌বি