Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে মা-মেয়ে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৩ ১৫:৫২

লালমনিরহাট: জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। এ সময় আরও এক শিশু আহত হয়েছেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে বুড়িমারী ইউনিয়নের ঘুনটি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার রহমানপুর গ্রামের রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার ও তার মেয়ে তাজমিরা তাবাসসুম তাসিন।

জানা গেছে, শুক্রবার সকালে মা-মেয়ে ও তাদের সঙ্গে থাকা শিশুসহ রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। এ সময় পিছন থেকে ট্রেন ধাক্কা দেয়। এলে ঘটনাস্থলেই ট্রেনের চাকায় কাটা পড়ে দু’জন মারা যান। এ সময় গুরুতর আহত অপর শিশুকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। তার অবস্থাও আশঙ্কাজনক।

পাটগ্রাম থানা অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ে নিহত হয়েছেন। তবে এ বিষয়ে কেউ অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এনএস

লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর