Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপিকে টিকিয়ে রেখেছে মিডিয়া: হানিফ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৩ ১৪:৫২ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ১৭:১৭

মাহবুবুল আলম হানিফ, ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ‘জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি মিথ্যাচার করে ও খড়কুটো ধরে টিকে থাকতে চাচ্ছে। বিএনপিকে মিডিয়া টিকিয়ে রেখেছে। জনধিকৃত দলটিকে টিকিয়ে রাখতে মিডিয়ার ভূমিকা আছে। প্রতিটা সময়ই বিএনপি নিয়ে কথা বলে তারা। বিএনপিকে নিয়ে কথা বলার প্রয়োজন নেই।’

শুক্রবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্ত্বরে প্রধানমন্ত্রীর দেওয়া সাংবাদিকদের আর্থিক সহায়তা ও অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার আয়োজনে মৃত ও অসুস্থ্ সাংবাদিকের পরিবার মোট ৫৪ জনকে অনুদানের চেক তুলে দেন তিনি।

বিজ্ঞাপন

মাহবুবুল আলম হানিফ আরও বলেন, ‘গত ১০ বছর ধরে বিএনপি একই কথা বলছে— এই সরকারের জনভিত্তি নেই। ধাক্কা দিলেই এই সরকার পড়ে যাবে। ধাক্কা দিতে গিয়ে বিএনপি নিজেই পড়ে গেছে। কারণ একজন কারাগারে থাকা দুর্নীতিবাজ আর বিদেশে পলাতক খুনির মুক্তির জন্য জনগণ আন্দোলন করবে না। যারা এই দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজদের মুক্তির নামে রাজপথে অরাজকতা সহিংসতা করতে আসবে তাদের কঠোর হস্তে দমন করা হবে।’

এ সময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সরোওয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক সাইদুল ইসলাম, পুলিশ সুপার খায়রুল আলম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা আক্তার ডিউ ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

আওয়ামী লীগ টপ নিউজ মাহবুবুল আলম হানিফ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর