বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সংসদ উপনেতার শ্রদ্ধা
১৩ জানুয়ারি ২০২৩ ১২:৩৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৩ ২৩:৩৮
ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করলেন জাতীয় সংসদের সংসদ উপনেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী।
শুক্রবার (১৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে ধানমন্ডি-৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে কিছুক্ষণ নীরবতা পালন করেন তিনি।
এসময় বাংলাদেশ কৃষক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সামনে সংসদীয় গণতন্তের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সংসদ ভবনে সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সংসদীয় দলের সভায় মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা হিসেবে মনোনীত করা হয়।
ওই সভায় সংসদের উপনেতা হিসেবে বেগম মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই প্রস্তাবে সমর্থন জানান সংসদীয় দলের সম্পাদক ও চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী।
সভা শেষে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেগম মতিয়া চৌধুরীকে জাতীয় সংসদের উপনেতা করার সিদ্ধান্ত হয়েছে। তিনি উপনেতা হচ্ছেন। এটাই ফাইনাল।’
আওয়ামী লীগের পক্ষ থেকে সিদ্ধান্তের বিষয়টি জাতীয় সংসদের স্পিকারকে জানালে তিনি তাকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেবেন। পরে সংসদ সচিবালয় সচিব এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে।
উল্লেখ্য, সৈয়দা সাজেদা চৌধুরী গত ১১ সেপ্টেম্বর মারা গেলে উপনেতার পদটি শূন্য হয়।
আরও পড়ুন: সংসদ উপনেতা হচ্ছেন মতিয়া চৌধুরী
সারাবাংলা/এনআর/এমও
আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেগম মতিয়া চৌধুরী