Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি চেয়ে রিট

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জানুয়ারি ২০২৩ ০০:২৪

প্রতীকী ছবি

ঢাকা: পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব, সেতু কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় জনস্বার্থে এই রিট দায়ের করেন। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রিটকারীর আইনজীবী ইয়ারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে সরকারের সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়েছে। বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট দায়ের করেন। আগামী রোববার বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

২০২২ সালের ২৬ জুন সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনাসহ হতাহতের ঘটনা ঘটে। পরে ২০২২ সালের ২৬ জুন গৃহীত সিদ্ধান্ত অনুসারে পরদিন ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করে সরকার।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

চলাচল পদ্মা সেতু মোটরসাইকেল রিট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর