Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভের ডাক

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৩ ২১:০৪

ঢাকা: গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে ১৫ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) জোটের বৈঠকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। ওইদিন ঢাকায় বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করবেন জোটটির নেতাকর্মীরা।

জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিপিবি’র সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক আব্দুর সাত্তার, বাসদের সম্পাদকমণ্ডলীর সদস্য নিখিল দাস, জনার্দন দত্ত নান্টু, বাসদ (মার্ক্সবাদী)’র সমন্বয়ক মাসুদ রানা, সদস্য রাশেদ শাহরিয়ার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির শহীদুল ইসলাম সবুজ, সমাজতান্ত্রিক আন্দোলনের নির্বাহী সভাপতি আব্দুল আলী, সদস্য রুবেল সিকদার প্রমুখসহ অন্যরা।

বিজ্ঞাপন

সভার এক প্রস্তাবে গতকাল সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে ‘যারা কুইক রেন্টাল নিয়ে বেশি কথা বলেন, তাদের বিদ্যুৎ বন্ধ করে দেব’ এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

আরও পড়ুন: ভোক্তা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৯ পয়সা বাড়ল

প্রস্তাবে বলা হয়, সাময়িক বিদ্যুৎ সংকট নিরসনের কথা বলে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র করে বছরের পর বছর বসিয়ে রেখে এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন না করেই ক্যাপাসিটি চার্জের নামে গত ১০ বছরে ৯০ হাজার কোটি টাকা কেন দেওয়া হলো তার জবাব কি প্রধানমন্ত্রী দেবেন?

প্রস্তাবে বলা হয়, নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, দেশ পরমাণু বিদ্যুৎ যুগে প্রবেশ করেছে, মেট্রোরেল যুগে প্রবেশ করেছে, টানেল হচ্ছে ইত্যাদি সরকার উন্নয়নের নহর বইয়ে দিচ্ছে বলে প্রচারের ঢাক পিটাচ্ছে। অথচ এসব প্রকল্পের নির্মাণ ব্যয় দফায় দফায় বাড়াল কেন? তার জবাব নেই।

বিজ্ঞাপন

সভার প্রস্তাবে বলা হয়, রিজার্ভ সংকটে আমদানি বাণিজ্যের এলসি খোলা যাচ্ছে না। ক্রমাগত মূল্যস্ফীতি বাড়ছে, দ্রব্যমূল্যের কষাঘাতে জনজীবন পর্যুদস্ত, ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপ ৩০ হাজার কোটি টাকা ভুয়া নামে তুলে নিয়েছে। এগুলো কি সরকারের প্রশ্রয় ছাড়া হতে পারে? হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী নিজেই বলেছেন কানাডায় বেগমপাড়ায় যারা বাড়ি করেছে তাদের ২০/২৫ জনকে তিনি দেখেছেন। সাবেক অর্থমন্ত্রী প্রয়াত মুহিত সাহেব বলেছিলেন মেগাপ্রজেক্ট মানেই মেগা দুর্নীতি, পুকুর চুরি নয় এখন সাগর চুরি হচ্ছে। এত সব দুর্নীতি, ব্যাংক ডাকাতির পরেও চ্যালেঞ্জ দেওয়া হয় কোথায় দুর্নীতি হচ্ছে? হিসাব দিন, জবাব দেব। এটি কি সেই বিখ্যাত প্রবাদ ‘চোরের মা’র বড় গলা’র মতো শোনায় না?

সভার প্রস্তাবে বলা হয়, সরকার বিদ্যুৎখাতে দুর্নীতি, ভুলনীতি, অপচয়, অদক্ষতা দূর না করে পুনরায় বিদ্যুতের দাম বৃদ্ধি করছে। এই মূল্যবৃদ্ধি জনজীবনে মরার ওপর খাড়ার ঘাঁ হিসেবে দেখা দেবে। প্রস্তাবে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের জোর দাবি জানান। সভায় দুর্নীীতর শ্বেতপত্র প্রকাশের জন্য দাবি জানানো হয়।

সারাবাংলা/এএইচএইচ/একে

টপ নিউজ বাম জোট বিদ্যুতের দাম

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর