Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রিজভীর মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৩ ২০:১৬

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে মিছিলটি রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড়ে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়।

মিছিলে নেতৃত্ব দেন রিজভী আহমেদ মুক্তি সংগ্রাম পরিষদের আহ্বায়ক সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সঞ্জয় দে রিপন এবং সদস্য সচিব যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা মো. শিপন খান।

এছাড়াও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুফতিজুল কবীর কিরণ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা রবিন হোসেন, কেন্দ্রীয় জাসাস নেতা নাসিম পাপ্পু, আনোয়ার মির্জা, রোকেয়া হক রুকু, কেন্দ্রীয় শ্রমিকদল নেতা বাদল সরকার, যাত্রাবাড়ী থানা বিএনপি নেতা তপন দে, ছাত্রনেতা জাকিউল আলম, কাউসার আলমসহ প্রায় দুই শতাধিক বিএনপিকর্মী মিছিলে অংশ নেন।

তারা অবিলম্বে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সকল নেতাকর্মীর মুক্তির দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষের পর রিজভী গ্রেফতার হন। এদিন বিএনপির প্রায় সাড়ে ৪০০ নেতাকর্মীকে আটক করা হয়।

সারাবাংলা/এজেড/এনএস

রুহুল কবির রিজভী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর