Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার ছাত্রনেতা শিশির বিন্দু

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৩ ১৬:২৭

ঢাকা: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজবাড়ী জেলা সংসদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন সরকারি রাজেন্দ্র কলেজের ট্রান্সজেন্ডার শিক্ষার্থী শিশির বিন্দু। ছাত্র ইউনিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। দেশের ছাত্ররাজনীতির ইতিহাসে শিশির বিন্দু প্রথম ট্রান্সজেন্ডার নেতা বলে ছাত্র ইউনিয়ন দাবি করেছে।

বুধবার (১১ জানুয়ারি) ছাত্র ইউনিয়নের রাজবাড়ী জেলা সংসদের দ্বাদশ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ’র উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন কাওসার আহমেদ রিপন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সিরাজুল ইসলাম। ১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হন ছাত্রনেতা শিশির বিন্দু।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদ শিশির বিন্দুকে বিশেষভাবে অভিনন্দন জানিয়েছে। যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক দীপক শীল উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘নিজ যোগ্যতাতেই শিশির বিন্দু নেতৃত্বের পর্যায়ে উঠে এসেছেন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জন্মলগ্ন থেকেই সব ধরনের লৈঙ্গিক বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং থাকবে।’

কাউন্সিলের মাধ্যমে শিশিরকে নির্বাচিত করায় রাজবাড়ী জেলা সংসদের সব কাউন্সিলরকেও অভিনন্দন জানায় কেন্দ্রীয় সংসদ।

সারাবাংলা/এএইচএইচ/একে

ছাত্র ইউনিয়ন টপ নিউজ ট্রান্সজেন্ডার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর