Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফখরুল-আব্বাসের বক্তব্যের প্রশংসা করলেন তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৩ ১৫:৫১ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৫:৫২

ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত ১০ জানুয়ারি জেল থেকে মুক্তি পেয়েছেন। তার একদিন পরেই অনুষ্ঠিত সমাবেশ বক্তব্য দিয়েছেন এই দুই নেতা। তাদের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জেল থেকে বেরিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাস মুক্তি পাওয়ার পর গণতন্ত্রের পথে হাঁটার মতো করে বক্তব্য দিচ্ছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপে এ সব কথা বলেন তথ্যমন্ত্রী।

এ সময় তিনি আরও বলেন, ‘মির্জা আব্বাস বলেছেন, আমরা কাউকে ধাক্কা দিয়ে ফেলতে চাই না। আমরা নির্বাচনের মাধ্যমে সরকারকে বিদায় দিতে চাই।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘আমরা সেটিই বলি, আপনারা নির্বাচনে আসুন। নির্বাচনে এসে নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন। জনগণ যদি চায় আমরা দেশ পরিচালনা করব, জনগণ যাদেরকে চায় তারা দেশ পরিচালনা করবে। এটিই হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার রীতিনীতি। তারা গণতান্ত্রিক পথে হাঁটবেন সেটিই আশা করি।’

তাদের মুক্তির বিষয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির ওই দুই নেতা মুক্তি পেয়েছেন আইনি প্রক্রিয়ায়। এতেই প্রমাণিত হয় দেশে আইন-আদালত স্বাধীন। দেশের আইন-আদালত নিয়ে বিএনপি বারবার যে প্রশ্ন তোলে তা মিথ্যা প্রমাণিত হয়েছে।’

বিএনপির এই দুই নেতার সুস্বাস্থ্য কামনা করে তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সরকার কোভিড-১৯ এর চতুর্থ ডোজ দিচ্ছে। আশা করি সেটি গ্রহণ করবেন।’

সারাবাংলা/জেআর/একে

বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর