১৬ জানুয়ারির কর্মসূচিতেও সতর্ক পাহাড়ায় থাকবো: তথ্যমন্ত্রী
১২ জানুয়ারি ২০২৩ ১৫:৩২ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ ১৮:১৭
ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আবার আগামী ১৬ জানুয়ারি কর্মসূচি দিয়েছে। আমরা বিএনপির ১১ জানুয়ারির কর্মসূচিতে ঢাকার বিভিন্ন প্রান্তে সর্তক পাহাড়ায় ছিলাম। ১৬ জানুয়ারিও আমরা সতর্ক পাহাড়ায় থাকবো। তারা যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা চালায়, জনগণকে সঙ্গে নিয়ে সেটি প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘দেশে কাউকে শান্তি-শৃঙ্খলা এবং জনজীবনে নিরাপত্তা বিঘ্নিত করতে দেওয়া হবে না।’
বিএনপির গত ১১ জানুয়ারির সমাবেশ নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ‘দেখা গেল ৫২ দলের নেতাকর্মী মিলিয়ে কয়েকশো মানুষ। আর বিএনপির সমাবেশে কয়েক হাজার মানুষ। এই হচ্ছে তাদের কর্মসূচি। খালি কলসি বাজে বেশি যেমন, বিএনপির হাকডাকও তেমনই ছিল। হাঁসে ডিম পাড়ার মতো বিএনপির কর্মসূচি ছিল। তারা যেভাবে বক্তব্য রেখেছে, তা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই।’
‘বাস্তবতা হচ্ছে, তাদের সমাবেশ থেকে এটাই প্রতীয়মান হয় যে জনগণ তো দূরের কথা বিএনপির কর্মীরাও সেখানে অংশগ্রহণ করেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা মানুষ এনেছে। মানুষ আনার পরেও নয়া-পল্টনের সামনের সমাবেশ আশানুরূপ হয়নি।’
ড. হাছান মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে উঠে আসা একটি দল এবং জনগণের রায় নিয়ে দেশ পরিচালনা করছে। গত নির্বাচনে অংশ নিয়ে নারীসহ মোট ৭ আসনে জয়লাভ করেছে। তখনি তারা তাদের জনপ্রিয়তা বুঝতে পেরেছে। আমরা জনগণের শক্তিতে বলীয়ান। আর বিএপনপি বিদেশিদের পদলেহন করে। তারা জনগণের শক্তিতে বলীয়ান নয়, জনগণের শক্তিতে বিশ্বাস করে না। জনগণ থেকে তাদের উৎপত্তিও হয়নি, সেজন্য তারা ষড়যন্ত্র করে আর বিদেশিদের পদলেহন করে, সেটি করেও তাতে কোনো লাভ হয়নি।’
তিনি আরও বলেন, ‘আমরা ঢাকা শহরের বিভিন্ন স্থানে সমাবেশ করেছি কোনোটিই রাস্তায় ছিল না। সব সমাবেশ মাঠে ছিল শুধু বঙ্গবন্ধু এভিনিউর প্রোগ্রাম আওয়ামী লীগ অফিসের সামনে করা হয়েছে। যেখানে মানুষ বা যানবাহন চলাচল করে না। বিএনপি সব সময় জনগণকে দুর্ভোগে ফেলে রাস্তায় সমাবেশ করে। জনগণের জন্য যে রাজনীতি তা কেন জনদুর্ভোগে পরিণত হবে। তারা তো একটা মাঠ বেছে নিতে পারতেন।’
সারাবাংলা/জেআর/ইআ