Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত ছাড়া বিএনপি শক্তিহীন: ওবায়দুল কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৩ ১৪:৩০

ঢাকা: জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘এটা আদালতের বিষয়। এ বিষয়ে আমরা সক্রিয় হওয়ার সিদ্ধান্ত নিইনি। আদালতের বিষয় দলীয় ভূমিকা যুক্তিসঙ্গত হবে না। তবে জামায়াত ছাড়া বিএনপি শক্তিহীন। বিএনপি-জামায়াত একই মুদ্রার এপিঠ-ওপিঠ।’

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সচিবালয়ে এক জরুরি সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।

বিজ্ঞাপন

ওবায়দুল কাদের বলেন, ‘ফরিদপুরে যা হয়েছে বিএনপি তাদের মিটিং থেকেই পুলিশের ওপর হামলা চালিয়েছে। ময়মনসিংহে তাদের সভার পর অন্যান্য স্থানে পুলিশের ওপর ঢিল ছুঁড়েছে।’

বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘পরের নির্বাচনে আমাদের নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। কিন্তু তাদের নেতা কে? গত নির্বাচনে তারা কামাল হোসেনের নেতৃত্বে নির্বাচন করেছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকাল কোনো সহিংস পরিস্থিতি কোথাও হয়নি। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়েছে। বিষয়টি বেশিদূর গড়ায়নি। তারা শোভাযাত্রা করলে আমরা শান্তি সমাবেশ করবো।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, ‘বিএনপির আন্দোলন নিয়ে আমরা সতর্ক থাকব। তারা যাতে সহিংস পরিস্থিতি তৈরি করতে না পারে, সে ব্যাপারে আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করিনি। আমরা রাজপথে আছি। রাজপথ আমরা ছাড়ব না। জনগণের জানমাল রক্ষার দায়িত্ব পালন করব।’

সারাবাংলা/জেআর/এমও

ওবায়দুল কাদের জামায়াত বিএনপি

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর