Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যখন উদ্ধার করি তখন তিনি ভাই ভাই বলে চিৎকার করছিলেন’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জানুয়ারি ২০২৩ ১০:২৫

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের চাচাতো ভাই আহত হয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার সরোয়ার হোসাইন বলেন, ‘আহত তাসলিমুর রহমানকে যখন আমরা উদ্ধার করি তখন তিনি ভাই ভাই বলে চিৎকার করছিলেন।’

বুধবার (১১ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার ছোটখোচাবাড়ি সংলগ্ন তেঁতুলতলা কেবি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাহবুবর রহমান (১৮) দিনাজপুর জেলার বকুলতলা এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাহবুবুর রহমান ও তাসলিমুর রহমান ঠাকুরগাঁও শহর থেকে নিজ বাড়ি দিনাজপুর জেলার বকুলতলায় মোটরসাইকেল যোগে ফিরছিলেন। এমন সময় সদর উপজেলার কেবি পাম্পের সামনে পেছন দিক থেকে একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মাহবুবুর মারা যান। আর আহত তাসলিমুরকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়া গাড়িটি শনাক্ত ও তদন্ত করে দায়ীদের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ মোটরসাইকেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর