Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আনসার আল ইসলামের ১ সদস্যের হাইকোর্টে জামিন

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৩ ২৩:৩৭

ঢাকা: রাজধানীর পল্লবী থানায় দায়ের করা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য আব্দুল্লাহ আল জায়েদকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১১ জানুয়ারি) জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ করে বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি ফাহমিদা কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী ফরহাদ আহমেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল হাসান খান আসলাম।

পরে আইনজীবী ফরহাদ আহমেদ বলেন, আব্দুল্লাহ জায়েদ এক বছর নয় মাস ধরে কারাগারে রয়েছেন। এখনও তার বিচার শুরু হয়নি। এ কারণে আদালত তাকে জামিন দিয়েছেন।

২০২১ সালের ৩০ এপ্রিল রাজধানীর পল্লবী ও মানিকগঞ্জের শিবালয় এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্য সজিব হোসেন খান (২২) ও আব্দুল্লাহ জায়েদকে (১৯) আটক করে র‌্যাব। পরে তাদের নামে পল্লবী থানায় মামলা দায়ের করা হয়।

আটকের সময় তাদের কাছ থেকে আনসার আল ইসলামের বিভিন্ন ধরনের উগ্রবাদী বই জব্দ করা হয়।

তবে এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল কামরুল আহসান খান আসলাম জানান, ‘আমরা আবদুল্লাহ আল জায়েদের জামিনের বিরোধিতা করেছি। এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।’

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

আনসার-আল ইসলাম জামিন হাইকোর্ট

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর