Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কথিত আন্দোলন উড়িয়ে দেওয়ার ক্ষমতা আওয়ামী লীগের আছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৩ ২০:৪৬

চট্টগ্রাম ব্যুরো: বিএনপির গণঅবস্থান কর্মসূচির দিনে চট্টগ্রাম নগরজুড়ে অবস্থান নিয়ে ‘সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যবিরোধী’ সমাবেশে করেছে আওয়ামী লীগ। সমাবেশে অংশ নিয়ে দলটির নগর কমিটির সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, বিএনপির কথিত আন্দোলন রাজপথ থেকেই উড়িয়ে দেওয়ার সক্ষমতা আওয়ামী লীগের আছে।

বুধবার (১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর অলঙ্কার মোড়, বহদ্দারহাট চত্বর, ইপিজেড মোড়, অক্সিজেন মোড়সহ কয়েকটি স্পটে সমাবেশ হয়। সর্বশেষ নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে দলীয় কার্যালয়ের সামনে মূল কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এতে সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, ‘বিএনপির ক্ষমতার উৎস বন্দুকের নল। তারা গণতন্ত্র বোঝে না। জিয়া ক্ষমতায় এসে চিহ্নিত স্বাধীনতাবিরোধী শাহ আজিজকে প্রধানমন্ত্রী আর গণহত্যার খলনায়ক ক্যাপ্টেন হালিমকে মন্ত্রী বানিয়েছিলেন। বেগম জিয়া যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামী আর মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিলেন। বিএনপি স্বাধীনতাবিরোধী শক্তি আর তাদের দোসরদের নিয়ে আবারও ক্ষমতায় যেতে চায়।’

তৃণমূলের ঐক্য আওয়ামী লীগের শক্তি উল্লেখ করে তিনি বলেন, ‘ঐক্যের শক্তিতে আওয়ামী লীগ রাজপথে ছিল, আছে এবং থাকবে। কথিত আন্দোলনকারীদের আস্ফালন, অরাজকতা ও নাশকতাকে রাজপথ থেকেই বালির বাঁধের মতো উড়িয়ে দেওয়ার সক্ষমতা আওয়ামী লীগের আছে।’

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরীর বলেন, ‘আওয়ামী লীগকে যারা ধাক্কা দিয়ে নির্মূল করতে চেয়েছে, তারাই পাল্টা ধাক্কায় ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হয়েছে। তথাকথিত আন্দোলনকারীদের এসব বিষয় জানা থাকা উচিত। আমরা যেকোনো নিয়মতান্ত্রিক আন্দোলনকে স্বাগত জানাই। তবে আন্দোলনের নামে স্বাধীনতা বিরোধীদের মহড়া বরদাশত করা হবে না।’

বিজ্ঞাপন

নগর কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- সহ সভাপতি নঈমউদ্দিন চৌধুরী ও খোরশেদ আলম সুজন, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, দফতর সম্পাদক হাসান মাহমুদ শমসের, আইন সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী, ত্রাণ সম্পাদক মোহাম্মদ হোসেন, ধর্ম সম্পাদক জহুর আহমদ, নির্বাহী সদস্য আবুল মনসুর, বখতেয়ার উদ্দিন খান, মোহাম্মদ ইলিয়াস, বেলাল আহমদ প্রমুখ।

সারাবাংলা/আরডি/পিটিএম

আওয়ামী লীগ

বিজ্ঞাপন

২০২৫ সালেই বার্সায় ফিরছেন মেসি?
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৩৫

আরো

সম্পর্কিত খবর