Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শীতার্তদের পাশে রাঙ্গামাটির পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৩ ১৭:৪৪

রাঙ্গামাটি: শীতার্ত ও দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করে পাশে দাঁড়িয়েছে রাঙ্গামাটি জেলা পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ১১টায় কোতোয়ালি থানা প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ।

শীতবস্ত্র বিতরণনের সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও জেলা বিশেষ শাখা) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম এবং থানার ওসি আরিফুল আমিনসহ অন্যান্য কর্মকর্তারা।

অতিথিরা জানান, সারাদেশের মতো রাঙ্গামাটি পার্বত্য জেলাতেও শীতের তীব্রতা বেড়েছে। এ কারণে অসহায় ও দরিদ্র মানুষেরা বেশি দুর্ভোগ পোহাচ্ছেন। তাই শীতার্ত ও দরিদ্র মানুষের পাশে থাকার জন্য তাদের এই প্রচেষ্টা।

অনুষ্ঠানে ৩০০ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

সারাবাংলা/ইআ

জেলা পুলিশ শীতবস্ত্র বিতরণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর