যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি কম্বল ও সেলাই মেশিন বিতরণ
১১ জানুয়ারি ২০২৩ ১১:৩৪ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১২:৩৯
ঢাকা: মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভা ও বজ্রযোগিনী ইউনিয়নে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে শীতার্ত মানুষের মাঝে ফ্রি কম্বল, অসহায় মহিলাদের মাঝে ফ্রি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
একইসঙ্গে গোয়ালঘুন্নীতে মেডিকেল ক্যাম্পে ৭ ধরনের চিকিৎসা সেবায় ৬ হাজার ৭৫৩ জনকে ফ্রি চিকিৎসা এবং ৭১৮ জনকে চোখ অপারেশনের জন্য তালিকাভুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড ও যমুনা ব্যাংক ফাউন্ডেশন এর চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ। সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা ও বিপুল সংখ্যক চিকিৎসা সেবা প্রত্যাশী মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ ব্যাংকের সেবার মান উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সারাবাংলা/ইআ