Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উভয় পক্ষকেই সৌহার্দ্যপূর্ণভাবে ইজতেমা পালনের আহ্বান আইজিপি’র

সিনিয়র করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ২৩:১২

ঢাকা: গাজীপুরের টঙ্গীতে আগামী ১৩-১৫ জানুয়ারি এবং ২০-২২ জানুয়ারি দুই পর্বে অনুষ্ঠিত আসন্ন বিশ্ব ইজতেমা উভয় পক্ষকেই সৌহার্দ্যপূর্ণভাবে পালনের আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত ইজতেমার সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভায় তিনি এ আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে আইজিপি ইজতেমাস্থলের নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেন। তিনি বলেন, ‘ইজতেমাকে কেন্দ্র করে পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, গোয়েন্দা সংস্থা, প্রশাসন, ঢাকা ও গাজীপুর সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সকল সরকারি দফতর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।’

সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। আইজিপি ইজতেমার আয়োজক উভয় পক্ষকে নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ইজতেমা পালনের আহ্বান জানান। সভায় উপস্থিত তাবলীগের মুরুব্বিগণ ইজতেমাকে কেন্দ্র করে গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা পরিকল্পনা সভায় উপস্থাপন করা হয়।

উল্লেখ্য, ইজতেমাস্থলের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া, বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়াড, নৌ টহল, বিস্ফোরক দ্রব্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত টিম দায়িত্ব পালন করবে।

বিজ্ঞাপন

সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি দফতরের প্রতিনিধি এবং তাবলীগের মুরুব্বীগণ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইউজে/পিটিএম

আইজিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর