Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবার বিলের ১০ টাকার জন্য লঙ্কাকাণ্ড, থানা ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ১৮:৩১

বরিশাল: বরিশালে নাস্তা খাওয়ার বিল পরিশোধ করা নিয়ে সৌরভ আলী নামে এক ক্রেতাকে মারধর করার অভিযোগ উঠেছে দোকানির বিরুদ্ধে। মঙ্গলবার বেলা ১১টায় নগরের লঞ্চঘাট এলাকার ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে এ ঘটনা ঘটে।

আহত সৌরভ আলীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দোকানের ম্যানেজারকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার পরপরই কোতায়ালি মডেল থানা ঘেরাও করে জনতা। এতে কোতয়ালি থানা পুলিশের উপপুলিশ পরিদর্শক (এসআই) সিহাব ও সেলিম সরদার আহত হয়েছেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, হাজী মোহাম্মদ মহসীন মার্কেটের দোকানের এক কর্মচারী সৌরভ ঢালী প্রতিদিনের মতো সকালে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে নাস্তা খেতে যান। নাস্তার বিলের ১০ টাকা দেওয়া-নেওয়া নিয়ে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে ক্যাশের দায়িত্বে থাকা ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। যা নিয়ে পরবর্তীতে ওই মিষ্টির দোকানের কর্মচারীর সঙ্গে সৌরভ ঢালীর হাতাহাতি হয়। হাতাহাতির সময় সৌরভ মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হন। এ ঘটনার পর স্থানীয় লোকজন দাড়ি ছিড়ে ফেলায় ধর্ম অবমাননার অভিযোগ এনে সৌরভের হয়ে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে ভাংচুর চালায়।

খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। একপর্যায়ে পুলিশের সঙ্গে স্থানীয়দের ধস্তাধস্তি হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। আর এ সময় এসআই সেলিমসহ দুজন পুলিশ সদস্যও আহত হন। পরে দোকান কর্মচারীরা নদী বন্দরের সামনের সড়ক অবরোধ এবং পরবর্তীতে মিছিল নিয়ে কোতোয়ালি মডেল থানা ঘেরাও করে বিক্ষোভ করে।

বিজ্ঞাপন

লঞ্চঘাটের হাজী মোহাম্মদ মহ‌সীন মার্কেটের কর্মচারী সৌরভ ঢালী বলেন, ‘প্রতি‌দিনই ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে নাস্তা ক‌রি আমি। যেখানে প্রতিদিন ৩০ টাকা দিয়ে নাস্তা করি। আজ সেই নাস্তার বিল চায় ৪০ টাকা। তখন ক্যাশে থাকা ব্যক্তির সঙ্গে এ নিয়ে কথা বলতেই কর্মচারীরা এসে আমার সঙ্গে খারাপ আচরণ শুরু করে এবং আমার ওপর হামলা চালায়। ওই সময় তারা আমার দাড়ি ধরে টান দিলে কিছু অংশ ছিঁড়ে যায়।’

এদিকে ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারের মা‌লিক ভবতোষ ঘোষ ভানু বলেন, ‘নাস্তার বিল ৪০ টাকা আমাদের তা‌লিকায় লেখা আছে। তবে ওই ছেলে মিথ্যা কথা বলে আমাদের ৩০ টাকা বিল দিতে চায়। এই নিয়ে ওই ছেলে খারাপ ব্যব‌হার করে আমার স্টাফদের সঙ্গে। এ নিয়ে মারামা‌রি হয়েছে। তবে তার দা‌ড়ি ছেঁড়ার মতো কোনো ঘটনা ঘটে‌নি। নিজের দোষ ঢাকতে ওই যুবকই এরকম কথা ছড়িয়েছে। স্থানীয়রাও বিষয়টি যাচাই না করেই ক্ষুব্ধ হয়ে যান।’

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করিম বলেন, ‘হোটেলে খেতে যাওয়া ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির জের ধরে ঘটনাটি ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে বিষয়টি চারদিকে ছড়িয়ে পড়েছে। পরিবেশ বর্তমানে শান্ত রয়েছে এবং যারা আহত হয়েছে তাদের চিকিৎসা নিতে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘এ ঘটনায় আমরা একজনকে হেফাজতে নিয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন বজায় থাকে সে জন্য সবাই আমাদের সহায়তা করছে।’

সারাবাংলা/একে

টপ নিউজ বরিশাল মিষ্টির দোকান লঙ্কাকাণ্ড

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর