Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের সকল নাগরিক পাবেন স্বাস্থ্য কার্ড: স্বাস্থ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ১৬:৪৩ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১৮:০৮

জাহিদ মালেক, ফাইল ছবি

ঢাকা: সরকার দেশের সব নাগরিককে স্বাস্থ্য কার্ড দেবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। একইসঙ্গে পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ডিজিটালাইজেশন করা হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান।

জাহিদ মালেক আরও বলেন, ‘এজন্য সরকারের উন্নয়ন প্রকল্পে (ডিপিপি) একটি প্রস্তাব পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে মতামত প্রদান করবেন বলে আশা করছি। এর মাধ্যমে বিশ্বের উন্নত দেশের মতো আমাদের নাগরিকদেরও স্বাস্থ্যসেবা দিতে পারব।’

তিনি বলেন, ‘আমরা স্বাস্থ্যসেবা এমন পর্যায়ে নিয়ে যাব, যাতে কোনো নাগরিককে ঢাকামুখী বা বিদেশমুখী না হতে হয়। রোগীদের কাছে সেই আস্থা অর্জন করার চেষ্টা করছি।’

‘এছাড়া অসংক্রমিত রোগে আক্রান্তদের চিকিৎসার জন্য দেশের আট বিভাগে ৮টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করে দেব’- বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সারাবাংলা/জেআর/এনএস

স্বাস্থ্য কার্ড স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর