Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধের ঘটনায় ছাত্রলীগ নেতাসহ আটক ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৩ ১১:৪২ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ১৪:২৮

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় গুলিবর্ষণকারী সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক আরিফসহ উভয় পক্ষের পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় আরিফের গুলি চালানো লাইসেন্সকৃত একনলা বন্দুকটি জব্দ করা হয়।

সোমবার (৯ জানুয়ারী) বিকেলে তাদের আটক করা হয়। এর আগে দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বাঐতারা গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস বলেন, ‘আরিফসহ পাঁচ জন আটক করা হলেও বাকিদের নাম পরিচয় এখনই জানা যাচ্ছে না। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলার পরে বাকিদের নাম পরিচয় নিশ্চিত করে বলা যাবে।’

সংঘর্ষে গুলিবিদ্ধরা হলেন- বাঐতারা গ্রামের হাফিজুরের ছেলে জাহিদ (১৪), হাজী হরমুজের ছেলে আব্দুল ওহাব (৭৪), মৃত শমসেরের ছেলে বারেক (৪২), নূর মোহাম্মদের ছেলে শাহিন (১৮), ইউসুফের ছেলে ওমর (২৬), কাদেরের ছেলে শফিকুল (১৫), কাবেল এর ছেলে হযরত (২৪), জহির এর ছেলে সেলিম (১৬) মৃত আজাহার এর ছেলে নূর মোহাম্মদ (৬০),আমিনুলের ছেলে মুন্না (২১), আয়নালের ছেলে শফিকুল (২৫), শহীদুল্লাহর ছেলে শাহাদত (২০), ফজল আলীর ছেলে ইমদাদুল (১৪), আয়নাল আলীর ছেলে ফরিদুল (৫০), ফকিরচাঁনের ছেলে বাপ্পি (২২), ফরিদুলের ছেলে রাফি (১৮), ময়দান আলীর ছেলে আব্দুল বাসেদ (৩৬), আক্তার আলীর ছেলে হযরত আলী (২৮), মালেক মিয়ার ছেলে মিলন (১৮), আব্দুর রাজ্জাকের ছেলে তোতা মিয়া (১৮), আজিজুলের ছেলে হৃদয় (২৪), কালামের ছেলে রিপন (২৪), রাসেলের স্ত্রী মুক্তি (৩২) ও মৃত শুকুর আলীর ছেলে হাফিজুল (৪০)।

বিজ্ঞাপন

সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল আহমেদ বলেন, এখন পর্যন্ত মোট ২৫ জন গুলিবিদ্ধ অবস্থায় এখানে ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে, তবে সবাই শঙ্কামুক্ত আছেন।

সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. নান্নু খান জানান, সোমবার সংঘর্ষের সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুলিবর্ষণকারী যুবককে থানা হেফাজতে নেওয়া হয়েছে এবং তার লাইসেন্সকৃত একনলা বন্দুকটি জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

প্রসঙ্গত, সিরাজগঞ্জে তুচ্ছ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ২৫ জন গুলিবিদ্ধ হন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (৭ জানুয়ারি) সকালে একটি জমির দলিল উত্তোলনকে কেন্দ্র করে বাঐতারা গ্রামের দলিল লেখক আলম হোসেনকে একই গ্রামের রুবেল মারধর করে। ওই ঘটনার জের ধরে সোমবার (৯ জানুয়ারি) সকাল থেকেই দুই পক্ষের সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটেকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একপর্যায়ে রুবেল গ্রুপের পক্ষে সাবেক ছাত্রলীগ নেতা আরিফ তার লাইসেন্স করা বন্দুক নিয়ে গুলিবর্ষণ শুরু করে। এতে ২৫ জন গুলিবিদ্ধ হয়।

সারাবাংলা/ইআ

আটক ৫ গুলিবিদ্ধ দুই পক্ষের সংঘর্ষ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর