Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শহরের ২১% মানুষ খাবার পানি নিয়ে দুশ্চিন্তায় থাকেন’

স্পেশাল করেসপন্ডেন্ট
৯ জানুয়ারি ২০২৩ ২১:২০ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৩ ০৯:৪১

ঢাকা: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম জানিয়েছেন, শহর অঞ্চলে বসবাসকারী ২১ শতাংশ মানুষ খাবার পানি নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকেন। এ দুর্ভোগ কমাতে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়েছে।

সোমবার (৯ জানুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি। জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারি দলের সদস্য এম আব্দুল লতিফ।

বিজ্ঞাপন

জবাবে মন্ত্রী আরও জানান, সুপেয় পানির জন্য দেশের সকল পৌরসভায় পয়েন্ট সোর্স’র মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু আছে। অধিকাংশ পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে। পর্যায়ক্রমে সকল পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা চালু করার জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

এলজিআরডি মন্ত্রী জানান, বর্তমানে প্রায় ১৫৯টি পৌরসভায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ ব্যবস্থা চালু আছে। আরও ৯৬টি পৌরসভায় বিভিন্ন প্রকল্পের আওতায় পাইপলাইনের মাধ্যমে পানি সরবরাহ কার্যক্রম বাস্তবায়নাধীন। দেশের পৌর এলাকায় উল্লেখযোগ্য ১২ প্রকল্পের কার্যক্রমগুলোর মাধ্যমে ৬৮৮টি উৎপাদক নলকূপ, ৫ হাজার ৪৭১ কিলোমিটার পাইপলাইন, ৮৭টি পানি শোধনাগার, ৬৬টি উচ্চ জলাধার, ১২ হাজার ৫৮৯টি গৃহসংযোগ এবং ১৫ হাজার ৩৩২টি নলকূপ স্থাপন কাজ বাস্তবায়িত হচ্ছে।

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, আগামী কর্মপরিকল্পনার মধ্যে ‘১৮টি জেলা শহরে ভূ-পৃষ্ঠস্থ পানি সরবরাহ প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প প্রস্তাবিত রয়েছে। প্রকল্পের আওতায় ৩৬টি ভূ-পৃষ্ঠস্থ পানি শোধনাগার, ৩৬টি উচ্চ জলাধার, এক হাজার ৫৩৪ কিলোমিটার পাইপলাইন এবং এক লাখ ৪৪ হাজারটি গৃহসংযোগ স্থাপনের পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

এছাড়া সারাদেশের ৩১টি পৌরসভায় নিরাপদ পানি সরবরাহ ও এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের অধীনে ৯৭টি উৎপাদক নলকূপ, ১০টি আয়রন রিমুভাল প্ল্যান্ট, ৯৩১ কিলোমিটার পাইপলাইন, এক লাখ দুই হাজার ৬১টি গৃহ সংযোগ, ৩১১টি পাবলিক টয়লেট, ৭৬৩টি কমিউনিটি ল্যাট্রিন, ৩১টি পৌরসভায় কম্পোজিট বর্জ্য ব্যবস্থাপনা এবং ৪০৩ কিলোমিটার ড্রেন স্থাপনের পরিকল্পনা রয়েছে বলেও সংসদে জানানো হয়।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

খাবার পানি টপ নিউজ দুশ্চিন্তা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর