জুলুম করে আন্দোলন বন্ধ করা যাবে না: ফখরুল
৯ জানুয়ারি ২০২৩ ২১:১২
ঢাকা: জুলুম ও নির্যাতনের মাধ্যমে আন্দোলন বন্ধ করা যাবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সদ্য কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় কারামুক্তির পর কেরাণীগঞ্জ থেকে সোজা নয়াপল্টনে এসে উপস্থিত নেতাকর্মী ও সাংবাদিকের সামনে তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
এর আগে, সন্ধ্যা ৬টায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসহ ঢাকা (কেরাণীগঞ্জ) কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘সরকার পতনে আন্দোলনের বিকল্প নেই। আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। অত্যাচার, নির্যাতন, জুলুম করে আন্দোলন বন্ধ করা যাবে না। আমি বিশ্বাস করি, জনগণের অংশগ্রহণে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং সরকারের পতন ঘটবে।’
মির্জা ফখরুল বলেন, ‘আমরা দু’জন শুধু মুক্তি পেয়েছি। দলের অসংখ্য নেতাকর্মী এখনো কারাগারে। তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে।’
স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ‘কারাগারে আমাদের নেতাকর্মীরা মানবেতর জীবন যাপন করছেন। এরা চোর নয়, ডাকাত নয়— এরা রাজবন্দী। এদের সঙ্গে ভালো ও মানবিক আচরণ করতে হবে। কিন্তু কারা কর্তৃপক্ষ তা করছে না।’
তিনি বলেন, “রাজপথের আন্দোলনের মাধ্যমে ‘অবৈধ’ সরকারের পতন ঘটাতে হবে। সরকার পতনের আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হবে।”
মির্জা আব্বাস বলেন, ‘সমাবেশের স্থান নির্ধারণ নিয়ে অস্থিরতার মধ্যে আমাদের গ্রেফতার করা হয়। সরকারকে বলব- বিএনপি সন্ত্রাসী দল নয়। তাদের সঙ্গে রাজনৈতিক দলের মতো আচরণ করুন। রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।’
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম, মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি এস এম জাহাঙ্গীর হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী জাকির হোসেন ও মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম